ব্রিটিশ রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রু হারালেন রাজকীয় উপাধি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রিটিশ রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রু হারালেন রাজকীয় উপাধি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ব্রিটিশ রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রু হারালেন রাজকীয় উপাধি

 টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৪০ | আপডেট: ১৬:৪১

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু অবশেষে হারালেন তাঁর বহু আলোচিত ‘প্রিন্স’ উপাধি। শুধু উপাধিই নয়, উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।
দোষী সাব্যস্ত মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ঘিরে তীব্র বিতর্কের পর বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্রাসাদ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।


রাজা চার্লসের ভাই এখন ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর’

বিবৃতিতে প্রাসাদ জানায়, রাজা চার্লস তৃতীয়ের ভাই অ্যান্ড্রু এখন থেকে শুধু “অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর” নামে পরিচিত হবেন।
এর মাধ্যমে তিনি তাঁর সব রাজকীয় উপাধি, খেতাব ও সম্মানসূচক পদবী হারাচ্ছেন।

প্রাসাদের ঘোষণায় আরও বলা হয়েছে, রয়্যাল লজের লিজও বাতিল করা হয়েছে। তাঁকে রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল দ্বারা পরিচালিত স্যান্ড্রিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত আবাসনে স্থানান্তর করা হবে।


যৌন কেলেঙ্কারি ও বিতর্কের সূত্রপাত

অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ উঠে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের
সম্প্রতি প্রয়াত ভার্জিনিয়া জিউফ্রে তাঁর স্মৃতিকথায় উল্লেখ করেন, কিশোরী অবস্থায় তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

যদিও অ্যান্ড্রু এসব অভিযোগ সবসময় অস্বীকার করে আসছেন, তবুও এই ঘটনাগুলোর পর থেকেই রাজপরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যান্ড্রু রাজকীয় দায়িত্ব থেকে সরে যান।


রাজা চার্লসের ‘লজ্জা ও ক্ষোভ’

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা চার্লসের ঘনিষ্ঠ ব্যক্তি জোনাথন ডিম্বলবি বলেন,

“কোনো সন্দেহ নেই, রাজা তাঁর ভাইয়ের আচরণে ক্রমাগতভাবে লজ্জিত, হতাশ এবং রাগান্বিত।”

রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, রাজা চার্লস দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন। অবশেষে জনমতের চাপে তিনি পদক্ষেপ নেন।

কোন মন্তব্য নেই