বিয়ে ও সন্তান ভাগ্যের হাতে’: সাবা কামার জানালেন ব্যক্তিগত জীবনের দৃষ্টিভঙ্গি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিয়ে ও সন্তান ভাগ্যের হাতে’: সাবা কামার জানালেন ব্যক্তিগত জীবনের দৃষ্টিভঙ্গি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



বিয়ে ও সন্তান ভাগ্যের হাতে’: সাবা কামার জানালেন ব্যক্তিগত জীবনের দৃষ্টিভঙ্গি


বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৮:৩০

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। বিয়ে ও সন্তানকে তিনি নিয়তির বিষয় বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাবা বলেন, “ভালোবাসা কে না চায়! তবে বিয়ে পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভরশীল বিষয়। যদি নিয়তিতে লেখা থাকে, আপনি চাইলেও তা এড়াতে পারবেন না।”

সম্প্রতি অভিনেতা উসমান মুখতারের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করার পর সাবার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে পাকিস্তানি শোবিজ অঙ্গনে। তবে সাবা পরিষ্কার জানিয়ে দিয়েছেন—এ মুহূর্তে তিনি কাজ নিয়েই ব্যস্ত।

তিনি আরও বলেন, “ভালোবাসার জন্য সময় লাগে, বিয়ের জন্য সময় লাগে—কিন্তু আমার এখন আট ঘণ্টা ঘুমানোরও সময় নেই!”

কেস নং ৯’ খ্যাত এই অভিনেত্রী আরও যোগ করেন, “আসলে বিয়ে, সন্তান—সবই নিয়তির ব্যাপার। এগুলো সময়ের আগে বা পরে হয় না।”

ইউনিসেফ অ্যাম্বাসেডর সাবা কামার বলেন, “জীবনে স্থিতিশীলতা, তৃপ্তি আর ভালোবাসা সবাই চায়। কিন্তু সবকিছু তখনই ঘটে, যখন ভাগ্যে লেখা থাকে, যার সঙ্গে লেখা থাকে।”

পাকিস্তানের হায়দরাবাদে জন্ম নেওয়া সাবা কামার বেড়ে উঠেছেন গুজরানওয়ালা শহরে। লাহোরে পড়াশোনার সময়ই তিনি অভিনয়ে যুক্ত হন। ২০০৫ সালে ‘মেইনে আরাত হু’ টিভি সিরিজে তার ছোট পর্দায় অভিষেক হয়। এরপর ২০১৩ সালে ‘আইনা’ চলচ্চিত্রে বড় পর্দায় পা রাখেন।

২০১৭ সালে ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন সাবা কামার। বর্তমানে তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন।

কোন মন্তব্য নেই