তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক, রংপুর || টাইমস এক্সপ্রেস ২৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তৃতা করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াত মহানগর কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান ও ইমরান আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। ভারতের উজানে বাঁধ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাচ্ছে, এতে উত্তরাঞ্চল ক্রমেই মরুময় হয়ে পড়ছে। অন্যদিকে বর্ষায় আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ায় বন্যায় ঘরবাড়ি, ফসলের জমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে; প্রতি বছর বহু মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু পূর্ববর্তী সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু করার আশ্বাস দিলেও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে প্রকল্পটি ঝুলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

তারা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারের অর্থে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান। অন্যথায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

কোন মন্তব্য নেই