আচমকা এক নারীর চড়ে হতবাক শাহরুখ খান, জানুন কী ঘটেছিল সেই ট্রেনে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
আচমকা এক নারীর চড়ে হতবাক শাহরুখ খান, জানুন কী ঘটেছিল সেই ট্রেনে
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
বলিউড বাদশা শাহরুখ খানকে হঠাৎ এক নারী চড় মেরেছিলেন—শুনে অবাক হচ্ছেন? কিন্তু ঘটনাটি সত্যি। নিজেই এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন শাহরুখ খান।
‘জিরো’ সিনেমার প্রচারের সময় এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়, কীভাবে তিনি প্রথম দিল্লি থেকে মুম্বাইয়ে এসেছিলেন। উত্তরে শাহরুখ জানান, তিনি ট্রেনে এসেছিলেন। আর সেই ট্রেনযাত্রাতেই ঘটে এই অদ্ভুত ঘটনা।
শাহরুখ বলেন, “আমি টিকিট কেটে উঠেছিলাম, তাই নিজের আসন নিয়ে খুব সচেতন ছিলাম। কেউ সাময়িকভাবে বসতে চাইলে জায়গা দিতাম, কিন্তু ট্রেন মুম্বাইয়ের দিকে আসতেই সবাই হুড়োহুড়ি করে আসন দখল করতে শুরু করল।”
তিনি আরও বলেন, “একজন নারী আমার আসনে বসতে এলেন। আমি তাকে বসতে দিলাম, কিন্তু তার সঙ্গে থাকা পুরুষটিকে বসতে দিইনি। বলেছিলাম—এই আসন আমার, আমি টিকিট কেটেছি। তখন হঠাৎ করেই ওই নারী আমাকে চড় মারলেন!”
ঘটনায় মুহূর্তেই হতবাক হয়ে যান কিং খান। পরে তাকে জানানো হয়, ট্রেনটি মুম্বাই প্রবেশের পর ‘লোকাল ট্রেন’-এ পরিণত হয়, যেখানে কোনো আসনই সংরক্ষিত থাকে না। তখন নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ খান।
বলিউডের এই কিং খান হাস্যরসের সঙ্গে বলেছিলেন, “সেদিন বুঝেছিলাম, জীবনে কখনও অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়!”
কোন মন্তব্য নেই