তৃতীয়বারের মতো বিয়ে ও পুত্রসন্তানের জনক জেমস, জানুন নগর বাউলের নতুন জীবনের গল্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তৃতীয়বারের মতো বিয়ে ও পুত্রসন্তানের জনক জেমস, জানুন নগর বাউলের নতুন জীবনের গল্প

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

তৃতীয়বারের মতো বিয়ে ও পুত্রসন্তানের জনক জেমস, জানুন নগর বাউলের নতুন জীবনের গল্প


অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

নগর বাউল খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস তৃতীয়বারের মতো বিয়ে করেছেন এবং বাবা হয়েছেন পুত্রসন্তানের। সন্তানের নাম রেখেছেন জিবরান আনাম

চলতি বছরই জেমস বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। বিয়ের পর দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান।

এক প্রতিক্রিয়ায় জেমস বলেন,

“বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”

জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে জেমস ও নামিয়ার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং অবশেষে ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় জন্ম নেয় জিবরান আনাম। জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর দম্পতি নবজাতককে নিয়ে দেশে ফেরেন।

নামিয়া আমিন যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

এর আগে জেমস ১৯৯১ সালে অভিনেত্রী রথিকে বিয়ে করেছিলেন, তবে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ-এর সঙ্গে ২০০০ সালে বিয়ে হলেও ২০১৪ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। আগের দুই সংসার থেকে জেমসের দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।

বাংলাদেশের রক সংগীতের আইকন জেমসের নতুন জীবনের এই অধ্যায় ভক্তদের মধ্যে আনন্দের খবর হয়ে এসেছে।

কোন মন্তব্য নেই