ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং প্রতিযোগিতায় রংপুরের দুই শিক্ষার্থীর বিশ্বজয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং প্রতিযোগিতায় রংপুরের দুই শিক্ষার্থীর বিশ্বজয়

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং প্রতিযোগিতায় রংপুরের দুই শিক্ষার্থীর বিশ্বজয়


নিজস্ব প্রতিবেদক, রংপুর || টাইমস এক্সপ্রেস ২৪

আন্তর্জাতিক অঙ্গনে গৌরব অর্জন করেছে রংপুরের দুই শিক্ষার্থী। ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত বিশ্ব হাতের লেখা প্রতিযোগিতা (World Handwriting Contest)-এ বিজয়ী হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী — আদিরা ইফরিনসুদীপ্তা রায়

এই দুই শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে প্রতিষ্ঠানটি এবং গর্বে উজ্জ্বল তাদের পরিবার ও স্বজনরা।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদিরা ইফরিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিযোগিতার এয়ারটিক হ্যান্ডরাইটিং গ্রুপ ১ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। আদিরা গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক এ.এস.এম আশফাখুল ইসলাম ও রংপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, বিসিএস (ডাক) কর্মকর্তা মোহনা রুবিনা ইসলাম দম্পতির কন্যা। প্রায় তিন বছর ধরে একটি একাডেমিতে হাতের লেখা ও চিত্রাঙ্কন শিখছে আদিরা।

অন্যদিকে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুদীপ্তা রায় প্রতিযোগিতার পান্ডুলিপি হ্যান্ডরাইটিং গ্রুপ বি (বয়স ১৩–১৯) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ছোটবেলা থেকেই সুন্দর হাতের লেখায় অনুশীলন করে আসছে সে। সুদীপ্তার বাবা কমল কুমার রায় একজন চাকরিজীবী, মা মিনা রায় গৃহিণী।

এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল আহসানুল কবির। তিনি বলেন,

“আদিরা ও সুদীপ্তার আন্তর্জাতিক এই অর্জনে আমরা গর্বিত। হাতের লেখা একজন মানুষের ব্যক্তিত্ব ও রুচিবোধের প্রকাশ। আগামী জানুয়ারিতে আমরা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করব, যেখানে নতুন মেধাবী শিক্ষার্থী বেরিয়ে আসবে।”

আদিরার বাবা সহকারী অধ্যাপক এ.এস.এম আশফাখুল ইসলাম বলেন,

“মেয়ের এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো করবে।”

রংপুরের এই দুই কৃতি শিক্ষার্থীর সাফল্য প্রমাণ করেছে— নিয়মিত অনুশীলন ও সৃজনশীল মনন দিয়েই বিশ্বজয় সম্ভব।

কোন মন্তব্য নেই