স্ত্রীর পরকীয়া সন্দেহে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা শেরপুরে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্ত্রীর পরকীয়া সন্দেহে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা শেরপুরে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 স্ত্রীর পরকীয়া সন্দেহে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা শেরপুরে


 টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৯:৩০

শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত একাব্বর ও ফারুক সৎ ভাই; তারা মৃত হায়দার আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। বিষয়টি জানাজানি হলে দাম্পত্য কলহ বাড়তে থাকে। মঙ্গলবার সকালে ঝগড়ার একপর্যায়ে একাব্বর হস্তক্ষেপ করলে ক্ষিপ্ত হয়ে ফারুক ঘরের ভেতরেই বড় ভাইকে ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

গুরুতর আহত অবস্থায় একাব্বরকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, “একাব্বরের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়, তবে পথে মারা যান।”

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

অন্যদিকে, অভিযুক্তের স্ত্রী মাকসুদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সঙ্গে কারো পরকীয়া সম্পর্ক নেই। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

কোন মন্তব্য নেই