জাতীয় ঐকমত্য নয়, অনৈক্য তৈরি করছে কমিশন: সালাহউদ্দিন আহমদ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জাতীয় ঐকমত্য নয়, অনৈক্য তৈরি করছে কমিশন: সালাহউদ্দিন আহমদ
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ২০:৪৯ | আপডেট: ২১:০২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে কমিশন এখন ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি—তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয়, কমিশনে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, তার বাইরে অনেক আদেশ সংযুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি দফা রয়েছে, যেখানে বিভিন্ন দলের কিছু ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত আছে। স্পষ্টভাবে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী ইশতেহারে সেই মতভেদগুলোর বিষয় উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে তা বাস্তবায়ন করতে পারবে। অথচ আজকের প্রস্তাবে বিস্ময়করভাবে এই ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো উল্লেখই নেই।”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে কমিশনের প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতা। তিনি বলেন, “কমিশনের আলোচনায় নতুন করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে আইডিয়া সংযুক্ত করা হয়েছে, তা আগে কখনো আলোচিত হয়নি এবং এ বিষয়ে কোনো ঐকমত্যও হয়নি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কমিশনের প্রস্তাব নিয়ে সালাহউদ্দিন আহমদের এই বক্তব্য জাতীয় ঐকমত্য প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।
কোন মন্তব্য নেই