সমাধানহীনভাবে শেষ আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা, বাড়ছে উত্তেজনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সমাধানহীনভাবে শেষ আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা, বাড়ছে উত্তেজনা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সমাধানহীনভাবে শেষ আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা, বাড়ছে উত্তেজনা


আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ২০:৫৩

ইস্তাম্বুলে অনুষ্ঠিত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। চলতি মাসে প্রাণঘাতী সংঘর্ষের পর এই ব্যর্থতা অঞ্চলটিতে স্থায়ী শান্তির পথে বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে সীমান্তে সহিংসতা ও প্রাণহানির ঘটনা বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যেই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

সূত্র জানায়, গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতিতে উভয় পক্ষ একমত হলেও, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইস্তাম্বুলের দ্বিতীয় দফা বৈঠকে কোনো সাধারণ ভিত্তি পাওয়া যায়নি। উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, আফগান তালেবান সরকার পাকিস্তানি তালেবানকে নিয়ন্ত্রণে আনতে রাজি হয়নি। অপরদিকে আফগান সূত্র জানিয়েছে, বৈঠকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং আফগান পক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তানি তালেবানের ওপর তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই

দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে, চলতি মাসের শুরুতে ইসলামাবাদ কাবুল ও সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি তালেবান নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যার জবাবে আফগান তালেবান সীমান্তের বিভিন্ন সামরিক পোস্টে পাল্টা হামলা চালায়।

শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি আফগানিস্তান শান্তি চায়, কিন্তু ইস্তাম্বুলে চুক্তি না হওয়া মানে প্রকাশ্য যুদ্ধের ইঙ্গিত।”

বিশ্লেষকদের মতে, ইস্তাম্বুল বৈঠক ব্যর্থ হওয়ায় দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বাড়তে পারে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করবে।

কোন মন্তব্য নেই