ক্যাটাগরি ৫ শক্তির ঘূর্ণিঝড় ‘মেলিসা’ জ্যামাইকার দিকে ধেয়ে আসছে, ব্যাপক দুর্যোগের আশঙ্কা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ক্যাটাগরি ৫ শক্তির ঘূর্ণিঝড় ‘মেলিসা’ জ্যামাইকার দিকে ধেয়ে আসছে, ব্যাপক দুর্যোগের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:০১
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ক্যাটাগরি–৫ এর তীব্রতা নিয়ে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে। ইতোমধ্যে হাইতি, ডোমিনিকান রিপাবলিক এবং জ্যামাইকায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে, এই ঝড় আঘাত হানলে জ্যামাইকার ইতিহাসে এটিই হবে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় মেলিসার কেন্দ্র বর্তমানে রাজধানী কিংস্টনের প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিমি) দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিমি) — যা ক্যাটাগরি ৫ পর্যায়ের হারিকেনের সমান।
ধীর গতিতে পশ্চিম–উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় জ্যামাইকার কিছু অংশে পরবর্তী চার দিনে ৪০ ইঞ্চি (১০০ সেমি) পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।
ঘূর্ণিঝড়ের আঘাতের আগেই জ্যামাইকায় তিনজনের মৃত্যু হয়েছে, হাইতিতে চারজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজন মারা গেছেন। এছাড়া ডোমিনিকান রিপাবলিকের ১৩ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নিতে জরুরি ব্যবস্থা নিয়েছেন। ইতোমধ্যে দেশজুড়ে ৮৮১টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন,
“এই অঞ্চলের কোনো অবকাঠামোই ক্যাটাগরি ফাইভের ঝড় সহ্য করার মতো নয়। ঘূর্ণিঝড়ের ‘চোখ’ অতিক্রমের সময় কেউ যেন বাইরে না যায়।”
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, মেলিসা যদি বর্তমান শক্তি নিয়েই আঘাত হানে, তবে এটি ১৮৫১ সালের পর থেকে জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন হিসেবে রেকর্ড গড়বে।

কোন মন্তব্য নেই