বিনোদন ও গণমাধ্যমে নারীর নেতৃত্ব নিয়ে তানিয়া আফরিনের নতুন বই প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিনোদন ও গণমাধ্যমে নারীর নেতৃত্ব নিয়ে তানিয়া আফরিনের নতুন বই প্রকাশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




বিনোদন ও গণমাধ্যমে নারীর নেতৃত্ব নিয়ে তানিয়া আফরিনের নতুন বই প্রকাশ



বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:২৫

উপস্থাপনা, সাংবাদিকতা ও লেখালেখি—সব ক্ষেত্রেই সমান পারদর্শিতা দেখিয়ে আসছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও বিনোদন সাংবাদিক তানিয়া আফরিন। এবার তিনি নিয়ে এলেন নতুন গ্রন্থ ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’, যেখানে উঠে এসেছে দেশের বিনোদন জগতে নারীদের ভূমিকা, সংগ্রাম ও সাফল্যের গল্প।

বইটি প্রকাশ করেছে দীপশিখা প্রকাশ। সোমবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। সভাপতিত্ব করেন টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)–এর সভাপতি কাদের মনসুর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)–এর সভাপতি কামরুল হাসান দর্পণ

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সভাপতি রোকেয়া সুলতানা চৌধুরী কেয়া,

  • অভিনেতা শাওন আশরাফ,

  • বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খান,

  • ইতালি বারেজ শাখার বাংলাদেশ শাখার সভাপতি নূর মোহাম্মদ,

  • বাচসাসের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্র্যাবের সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর

বাংলাদেশের সব শ্রমজীবী নারীকে বইটি উৎসর্গ করেছেন লেখক তানিয়া আফরিন। বইটির প্রচ্ছদ অঙ্কন করেছেন চিত্রশিল্পী রবিন রায়

কোন মন্তব্য নেই