৩৮ বছর বয়সে টেস্ট অভিষেকে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের আসিফ আফ্রিদি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
৩৮ বছর বয়সে টেস্ট অভিষেকে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের আসিফ আফ্রিদি
স্পোর্টস ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এক অনন্য কীর্তির জন্ম দিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেকে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড—সবচেয়ে বেশি বয়সে অভিষেকে ৫ উইকেট নেওয়া বোলার হিসেবে।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন আসিফ। এই কৃতিত্বের মধ্য দিয়ে তিনি ভেঙে দেন ৯২ বছর আগের রেকর্ড।
এর আগে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট ১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ডই এবার ছাড়িয়ে গেলেন অভিজ্ঞ পাকিস্তানি স্পিনার আসিফ আফ্রিদি।
তার রেকর্ড গড়া পঞ্চম উইকেটটি ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটার সাইমন হার্মার, যাকে তিনি এলবিডব্লিউ করেন।
অভিষেকেই দুই ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নেওয়ার নজির রয়েছে ম্যারিয়টেরও; তিনি ওই ম্যাচে মোট ১১ উইকেট নিয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয়, এরপর আর কখনো টেস্ট খেলতে পারেননি তিনি।
অন্যদিকে, অভিষেকেই এমন রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে আলোচনায় এসেছেন আসিফ আফ্রিদি। বয়সকে যে শুধু সংখ্যা প্রমাণ করা যায়, সেটিই আবারও দেখালেন এই পাকিস্তানি স্পিনার।
কোন মন্তব্য নেই