চাঁদের দিকে ধেয়ে আসছে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’, আঘাতে তৈরি হতে পারে বিশাল গর্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁদের দিকে ধেয়ে আসছে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’, আঘাতে তৈরি হতে পারে বিশাল গর্ত

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চাঁদের দিকে ধেয়ে আসছে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’, আঘাতে তৈরি হতে পারে বিশাল গর্ত



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

চাঁদের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে একটি গ্রহাণু, যার নাম ‘২০২৪ ওয়াইআর৪ (2024 YR4)’। এটি এখন মহাকাশ গবেষকদের নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও আপাতত পৃথিবীর জন্য কোনো সরাসরি ঝুঁকি নেই, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন—২০৩২ সালের ডিসেম্বর মাসে এটি চাঁদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে।

২০২৪ সালের শেষের দিকে আবিষ্কৃত এই গ্রহাণুটি প্রথমে পৃথিবীর দিকে আসছে বলে ধারণা করা হয়েছিল। তখন বিজ্ঞানীরা ফেব্রুয়ারিতে এর আঘাতের সম্ভাবনা ৩.১ শতাংশ বলে অনুমান করেছিলেন। তবে পরবর্তী পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে—পৃথিবী আপাতত নিরাপদ।

নাসার সর্বশেষ তথ্যমতে, প্রায় ৬০ মিটার ব্যাসের (২০০ ফুট) এই পাথুরে গ্রহাণুটি যদি সত্যিই চাঁদে আঘাত করে, তবে এটি এক কিলোমিটার প্রশস্ত একটি বিশাল গর্ত তৈরি করতে পারে। এমন সংঘর্ষ হলে তা হবে গত পাঁচ হাজার বছরে চাঁদের সবচেয়ে বড় আঘাত

এ ধরনের সংঘর্ষে চাঁদের বিপুল পরিমাণ ধূলিকণা ও শিলা মহাকাশে ছড়িয়ে পড়বে। বিজ্ঞানীদের মতে, এই ধ্বংসাবশেষের কিছু অংশ পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট বা মহাকাশযানে আঘাত হানতে পারে। তবে সাধারণ মানুষের জন্য কোনো বাস্তব ঝুঁকি নেই—এটি কেবল উজ্জ্বল উল্কাবৃষ্টি হিসেবে দৃশ্যমান হতে পারে।

তবে ভবিষ্যতে যদি চাঁদে মানব ঘাঁটি বা গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়, তাহলে ছোট খণ্ডিত শিলাগুলো ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানীরা এটিকে এক বিশাল গবেষণার সুযোগ হিসেবেও দেখছেন। চাঁদে এমন সংঘর্ষ ঘটলে, চাঁদের পৃষ্ঠের গঠন ও প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা ভবিষ্যতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।

নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ২০২৮ সালে নতুন টেলিস্কোপ ও মহাকাশ মিশনের মাধ্যমে এই গ্রহাণুর গতিপথ আরও নির্ভুলভাবে নির্ধারণ করার পরিকল্পনা করছে। তখনই জানা যাবে, সত্যিই কি ‘২০২৪ ওয়াইআর৪’ চাঁদের সঙ্গে সংঘর্ষ ঘটাবে, নাকি তা এড়িয়ে যাবে মহাশূন্যে।

কোন মন্তব্য নেই