হোয়াইট হাউসের নিরাপত্তা ফটকে গাড়ির ধাক্কা, চালক আটক — কী বলছে সিক্রেট সার্ভিস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াইট হাউসের নিরাপত্তা ফটকে গাড়ির ধাক্কা, চালক আটক — কী বলছে সিক্রেট সার্ভিস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হোয়াইট হাউসের নিরাপত্তা ফটকে গাড়ির ধাক্কা, চালক আটক — কী বলছে সিক্রেট সার্ভিস



অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তা ফটকে গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট ও ই স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত ফটকে এ ঘটনা ঘটে।

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই চালককে আটক করা হয় এবং ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত হয়ে গাড়িটি পরীক্ষা করেন। তবে গাড়ির ভেতর কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত চালকের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তারা বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির পাশে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা মাপ নিচ্ছেন, ছবি তুলছেন এবং এলাকা ঘিরে রেখেছেন।

সিক্রেট সার্ভিস আরও জানায়, দুর্ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন, তবে ঘটনাটির পর হোয়াইট হাউসকে লকডাউন করা হয়নি। সতর্কতা হিসেবে ফটকের আশপাশের রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

পরে পুলিশ গাড়িটি সরিয়ে নেওয়ার পর রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়। ঘটনাস্থলটি হোয়াইট হাউসের দক্ষিণ-পশ্চিম প্রান্তে, আমেরিকান রেড ক্রস সদর দপ্তরের নিকটে অবস্থিত।

নিরাপত্তা সংস্থা বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চালককে হেফাজতে রাখা হবে এবং ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই