ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, নতুন নিয়ম আনছে সরকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, নতুন নিয়ম আনছে সরকার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, নতুন নিয়ম আনছে সরকার



অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

সড়ক পরিবহন খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলের সড়ক ভবন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা হবে। এর মূল ফোকাস থাকবে প্রশিক্ষণ। এজন্য বর্তমানের আনুষঙ্গিক কমিটিগুলো তুলে দেওয়া হবে।”

উপদেষ্টা আরও জানান, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ সম্পন্ন না করলে কেউ ড্রাইভিং লাইসেন্স পাবেন না। পাশাপাশি প্রশিক্ষণ নেওয়ার সময় অংশগ্রহণকারীদের ভাতা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

তিনি বলেন, “সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালক অপরিহার্য। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও প্রশিক্ষণ নেওয়া যাবে। সেসব প্রতিষ্ঠান থেকেই লাইসেন্স প্রদান করা হবে।”

সড়ক উপদেষ্টা আরও বলেন, “প্রশিক্ষণে দুইটি অংশ থাকবে— প্রথমটি সড়কের সাইন ও ট্রাফিক আইন বোঝার প্রশিক্ষণ, দ্বিতীয়টি গাড়ি নিয়ন্ত্রণ ও নিরাপদ চালনার অনুশীলন। পাশাপাশি শারীরিক সক্ষমতা ও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। সম্ভব হলে আগামী মাস থেকেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখশ চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম

কোন মন্তব্য নেই