উগান্ডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪৬, আহত বহু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উগান্ডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪৬, আহত বহু

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

উগান্ডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪৬, আহত বহু



অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

উগান্ডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির কাম্পালা-গুলু মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) ভোররাতে দুর্ঘটনাটি ঘটে।

এক্সে (পূর্বে টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে উগান্ডা পুলিশ জানিয়েছে, মধ্যরাতের কিছু পর কাম্পালা-গুলু মহাসড়কে দুটি বাস ওভারটেকের চেষ্টা করার সময় সরাসরি মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। বাস দুটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্বল সড়কব্যবস্থা, অতিরিক্ত যাত্রী বোঝাই ও দ্রুতগতির কারণে এসব দুর্ঘটনায় প্রতিবছর শত শত মানুষ প্রাণ হারান।

কোন মন্তব্য নেই