পরমাণু ইস্যুতে খামেনির মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া: ‘কূটনীতিই হবে প্রধান অস্ত্র’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পরমাণু ইস্যুতে খামেনির মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া: ‘কূটনীতিই হবে প্রধান অস্ত্র’

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 পরমাণু ইস্যুতে খামেনির মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া: ‘কূটনীতিই হবে প্রধান অস্ত্র’



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরমাণু ইস্যু নিয়ে মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে ওয়াশিংটন কূটনৈতিক পথকেই প্রাধান্য দেবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ইসরায়েল সফরকালে জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান। তবে ইরানকে কখনও পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।”

জেডি ভ্যান্স আরও বলেন, “ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, সেটাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করা হবে।”

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা লন্ডনভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-কে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেবেন না।”

এর আগে, সোমবার (২০ অক্টোবর) এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরমাণু স্থাপনা ধ্বংস সংক্রান্ত বক্তব্যকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “তাদের এসব দাবি নিছক স্বপ্নের মতো। ইরানের পারমাণবিক স্থাপনা আছে কি নেই, সেটা আমেরিকার বিষয় নয়। এসব হস্তক্ষেপ অনুচিত ও জবরদস্তিমূলক।”

খামেনি আরও বলেন, “ট্রাম্প নিজেকে সফল চুক্তিপ্রণেতা বলে দাবি করেন, কিন্তু জোরজবরদস্তি ও একতরফা শর্তের কোনো চুক্তি আসলে চুক্তি নয়, বরং হুমকিরই আরেক রূপ।”

কোন মন্তব্য নেই