জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান রিজভীর: ‘মোটাদাগে সবাই মেনে নিয়েছে’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান রিজভীর: ‘মোটাদাগে সবাই মেনে নিয়েছে’

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান রিজভীর: ‘মোটাদাগে সবাই মেনে নিয়েছে’



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

জুলাই সনদের মূল অঙ্গীকারগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, “জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে।”

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতির সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “দেশের প্রতিটি ক্ষেত্রে চরম দলীয়করণ হয়েছে। এর ফলেই প্রশাসনের উচ্চপর্যায়ের অনেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন, তাদের জমিদারি সারাজীবন থাকবে। কিন্তু ৫ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন ঘটেছে, যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হবে। এ উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিজভী অভিযোগ করে বলেন, “আমাদের সুস্থ রাজনৈতিক যাত্রায় নানা বাধা ও ষড়যন্ত্র চলছে। প্রশাসনে যদি এখনো দলীয় লোকজন থাকে, তাদের অপসারণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

কোন মন্তব্য নেই