এ কে আজাদকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে জুলাই আন্দোলনের সংবাদ সম্মেলন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এ কে আজাদকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে জুলাই আন্দোলনের সংবাদ সম্মেলন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত'


এ কে আজাদকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে জুলাই আন্দোলনের সংবাদ সম্মেলন



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই আন্দোলনের ছাত্র-জনতা।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ শেখের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য মেহেদী হাসান, সাইফ খান, ফারহান নাইব, তামজিদ সিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, “আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের সঙ্গে এ কে আজাদ যে পুনর্বাসনমূলক কার্যক্রম চালাচ্ছেন, তা জুলাই আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী।”

তিনি আরও বলেন, “অনতিবিলম্বে এ কে আজাদ ও নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেফতার না করা হলে ছাত্র-জনতা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।”

কোন মন্তব্য নেই