বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা আইনের শাসনের প্রতি শ্রদ্ধার নিদর্শন: আইন উপদেষ্টা আসিফ নজরুল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা আইনের শাসনের প্রতি শ্রদ্ধার নিদর্শন: আইন উপদেষ্টা আসিফ নজরুল
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। সেনা সদস্যরা বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, তা আইনের শাসনের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা সদস্যরা যেভাবে উপস্থিত হয়েছেন বা যেভাবে ওনাদের আনা হয়েছে, সেনা প্রশাসন, সেনাপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি।”
সাব জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রাখার বিষয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা জানান, “তাদের কোথায় রাখা হবে বা কেন সাব জেলে রাখা হয়েছে, এটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। এটা নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”
এর আগে, বুধবার পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাবজেল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
একইসঙ্গে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, এ তিন মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। সম্প্রতি ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।
গত ১১ অক্টোবর সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, চার্জশিটে প্রায় ২৫ সেনা কর্মকর্তার নাম এসেছে—যার মধ্যে ১৫ জন কর্মরত, ৯ জন অবসরপ্রাপ্ত এবং ১ জন এলপিআরে রয়েছেন।
কোন মন্তব্য নেই