কম সুদে ঋণ না পেলে চা শিল্প টিকবে না: বিটিএ সভাপতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কম সুদে ঋণ না পেলে চা শিল্প টিকবে না: বিটিএ সভাপতি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

কম সুদে ঋণ না পেলে চা শিল্প টিকবে না: বিটিএ সভাপতি


 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, সকাল ০৩:০১

বাংলাদেশে চা শিল্প টিকিয়ে রাখতে কম সুদে ঋণ প্রদান অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি কামরান টি রহমান

তিনি বলেন, “চা শিল্প একটি কৃষিভিত্তিক খাত। অথচ ঋণনীতি এখনো শিল্প খাতের আদলে চলছে। অন্যান্য কৃষিপণ্যে যেখানে ৪ থেকে সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হয়, সেখানে চা শিল্পে তা ১৩ শতাংশের বেশি। এই অবস্থায় চা শিল্প টেকানো সম্ভব নয়।”

সম্প্রতি বণিক বার্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশে বর্তমানে ১৭০টির বেশি চা বাগান রয়েছে, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ নির্ভরশীল। কিন্তু বিদ্যুৎ, গ্যাস, সার, শ্রমিক মজুরি ও পরিবহন ব্যয় বাড়লেও চায়ের দাম তুলনামূলকভাবে কমে গেছে। ফলে অনেক বাগান লোকসানের মুখে, কিছু বাগান এমনকি বন্ধও হয়ে গেছে।

কামরান টি রহমান বলেন, “চা শিল্পকে টিকিয়ে রাখতে হলে কৃষিভিত্তিক ঋণের আওতায় আনতে হবে, শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের অনিয়ম ও খরার মতো পরিস্থিতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সময় সরকার ও টি বোর্ডের কাছে তিনি চা শিল্পের জন্য নতুন রোডম্যাপ ও পুনর্বাসন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

কোন মন্তব্য নেই