এক দিনে ভরিপ্রতি সাড়ে ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক দিনে ভরিপ্রতি সাড়ে ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এক দিনে ভরিপ্রতি সাড়ে ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম


টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, সকাল ০৩:১০

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মাত্র এক দিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম সাড়ে ১০ হাজার টাকার বেশি কমে গেছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দামের পতনের কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী,
আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১০,৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১,৯৩,৮০৯ টাকায়

এদিকে, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দামেও সমন্বয় আসছে, যা আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

স্বর্ণের এই দামে হঠাৎ পতনে বাজারে ক্রেতা-চাহিদা কিছুটা বাড়বে বলে আশা করছে খুচরা বিক্রেতারা।

কোন মন্তব্য নেই