লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি নাগরিক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি নাগরিক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০১
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
প্রত্যাবাসনের সমন্বয় করে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সূত্র জানায়, ফিরিয়ে আনা ব্যক্তিদের বেশির ভাগই ইউরোপগামী পথে মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
ঢাকা বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান। তাদের হাতে তুলে দেওয়া হয় পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।
কোন মন্তব্য নেই