ভারতীয় পণ্যে শুল্ক কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চূড়ান্ত চুক্তি আসছে শিগগির

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ভারতীয় পণ্যে শুল্ক কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চূড়ান্ত চুক্তি আসছে শিগগির
ভারতীয় পণ্য আমদানির ওপর শুল্ক কমিয়ে ১৫ থেকে ১৬ শতাংশে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট।
বুধবার (২২ অক্টোবর) মিন্টের প্রতিবেদন উদ্ধৃত করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি ও কৃষি খাতকে কেন্দ্র করে আলোচনাটি এগোচ্ছে। চুক্তিটি কার্যকর হলে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে আনতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনায় বাজারে পণ্যের প্রবেশাধিকার, জিনগতভাবে অপরিবর্তিত মার্কিন ভুট্টা ও সয়া মিল আমদানি, এবং নির্দিষ্ট সময় অন্তর শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ও অন্তর্ভুক্ত হতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্প্রতি তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়েছে, যেখানে বাণিজ্যই ছিল আলোচনার মূল বিষয়। ট্রাম্প বলেন, ‘আমাদের আলোচনায় জ্বালানিও গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং মোদি জানিয়েছেন ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি কমাবে।’
সূত্রগুলো জানায়, দ্বিপাক্ষিক এ চুক্তি চূড়ান্ত হলে আসন্ন আসিয়ান সম্মেলনেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
কোন মন্তব্য নেই