বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরছে ভারতীয় জেলেরা: মৎস্য উপদেষ্টা
বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরছে ভারতীয় জেলেরা: মৎস্য উপদেষ্টা
বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতীয় জেলেরা ইলিশ আহরণ করছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা চললেও ভারতের জেলেরা নিয়ম ভেঙে বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যাচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ‘২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
ফরিদা আখতার বলেন, ‘নদী ও সাগরে যখন নিষেধাজ্ঞা থাকে, তখন আমাদের জেলেদের কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। কিন্তু এই সুযোগে ভারতীয় জেলেরা সীমান্ত পেরিয়ে ইলিশ ধরতে আসে, যা একেবারেই অন্যায় ও অনৈতিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বিদেশি জেলেরা সাগরে প্রবেশ করলে কোস্টগার্ডকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছে, যাতে কেউ চুরি করে মাছ ধরতে না পারে।’
উল্লেখ্য, ইলিশের প্রজনন নিশ্চিত করতে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। পদ্মা–মেঘনা নদীর ৭০ কিলোমিটার অংশকে ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই