বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর


অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১০:৩০ | আপডেট: ১১:০০

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আজ দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার আবহাওয়া অধিদপ্তরের ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 আজকের আবহাওয়া

পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
উত্তর ও উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

 আবহাওয়াবিদের মন্তব্য

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন,

“দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ না-ও নিতে পারে। এটি নিম্নচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ুর দিকে সরে যেতে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে, তবে সারাদেশে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, বর্তমানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

 পূর্বাভাসের সারসংক্ষেপ

গতকাল (২১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশে আবহাওয়া থাকবে শুষ্ক, এবং দিন–রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কোন মন্তব্য নেই