পঞ্চগড়ে ধর্ষণচেষ্টার মামলা করতে গিয়ে ভুক্তভোগীর বাবা-ভাই গ্রেপ্তার, হাসপাতালে মেয়ে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পঞ্চগড়ে ধর্ষণচেষ্টার মামলা করতে গিয়ে ভুক্তভোগীর বাবা-ভাই গ্রেপ্তার, হাসপাতালে মেয়ে
টাইমস এক্সপ্রেস ২৪
পঞ্চগড়ের বোদা উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা, ভাই ও চাচা। অভিযুক্তকে মারধরের ঘটনায় অপর পক্ষের করা মামলায় মঙ্গলবার (২১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের দোতলার বারান্দায় মেয়েকে নিয়ে অবস্থান করছেন তার মা। তিনি অভিযোগ করেন, “মেয়ের নির্যাতনের অভিযোগ দিতে গেলে উল্টো পুলিশ আমার স্বামী, ছেলে ও দেবরকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা থানায় আমাদের অভিযোগপত্র ছিঁড়ে ফেলেছে।”
ঘটনার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় বিএনপি নেতা আশিকুজ্জামান মানিকের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল শিশুটি। ফেরার পথে গলিতে মানিক ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কৌশলে পালিয়ে বাড়ি ফেরে ও মাকে জানায়।
পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দিতে গেলে রাজনৈতিক প্রভাবশালীরা তাদের বাধা দেন এবং পরে উল্টো তাদের বিরুদ্ধে মামলা হয়।
অভিযুক্ত আশিকুজ্জামান মানিক দাবি করেছেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষরা ফাঁসানোর চেষ্টা করছে। তিনি বলেন, “আমাকে মারধর করে আহত করা হয়েছে, আমি এখন রংপুরে চিকিৎসাধীন।”
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। আগে মারধরের মামলাটি নেয়া হয়, পরে ধর্ষণচেষ্টার মামলাও রেকর্ড করা হয়েছে। যেহেতু শিশুর পরিবারের সদস্যরা অপর মামলার আসামি, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এজাহার ছেঁড়ার অভিযোগ সত্য নয়।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
কোন মন্তব্য নেই