নির্বাচন সামনে রেখে সরকারের কেয়ারটেকার মোডে যাওয়া প্রয়োজন: আমীর খসরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নির্বাচন সামনে রেখে সরকারের কেয়ারটেকার মোডে যাওয়া প্রয়োজন: আমীর খসরু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নির্বাচন সামনে রেখে সরকারের কেয়ারটেকার মোডে যাওয়া প্রয়োজন: আমীর খসরু



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের এখনই কেয়ারটেকার মোডে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

আমীর খসরু বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা। এই স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপও গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়—সবখানেই জবাবদিহিতার সংকট দেখা দিয়েছে। এটা গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকেত।”

বিএনপির এই নেতা বলেন, “সরকার উপরে, জনগণ নিচে—মাঝখানে কোনো সেতু নেই। এই সেতুই হচ্ছে নির্বাচিত প্রতিনিধি। এখন সেই সেতু অনুপস্থিত।”

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি বলেন, “যারা বিতর্কিত বা রাজনৈতিকভাবে সম্পৃক্ত, তাদের সরকারি দায়িত্ব থেকে সরাতে হবে। না হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”

স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার জানিয়ে আমীর খসরু বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে। কোনো দেশের নির্দেশে নয়, নিজেদের ভূ-রাজনৈতিক কৌশল নিজেরাই নির্ধারণ করব।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি গণতন্ত্রের জন্য আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাত। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই