সুষ্ঠু নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুষ্ঠু নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ



বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “ভালো নির্বাচন করতে না পারলে আমরা বিশ্ব ও জাতির কাছে নিন্দিত জাতিতে পরিণত হব।”

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)–তে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত ‘ট্রেইনারস ট্রেনিং (টিওটি)’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি মাছউদ বলেন, “ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণের কাছে গ্রহণযোগ্য, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতেই হবে।”

তিনি আরও বলেন, “আমরা যারা জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বে আছি, যদি সবাই আইন অনুযায়ী কাজ করতাম, তাহলে জাতিকে আজ এই পরিণতি দেখতে হতো না। পার্শ্ববর্তী দেশের জনসংখ্যা ১৪০ কোটি, তারা পারছে — আমরা কেন পারব না?”

দায়িত্বকে ‘পবিত্র আমানত’ উল্লেখ করে কমিশনার মাছউদ বলেন, “অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই আমানত রক্ষা। যারা দায়িত্বে খেয়ানত করে, তারা মুনাফেক। প্রত্যেকে দায়িত্ব পালন করলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

কোন মন্তব্য নেই