গ্রামীণফোনের সঙ্গে দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেলের চুক্তি: জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রামীণফোনের সঙ্গে দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেলের চুক্তি: জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 গ্রামীণফোনের সঙ্গে দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেলের চুক্তি: জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড়


 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, সকাল ১০:৩০

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন দেশের দুটি খ্যাতনামা হোটেল— কক্সবাজারের পাঁচ তারকা দ্য কক্স টুডে এবং দেশের প্রথম চেইন লাক্সারি তিন তারকা হোটেল ব্র্যান্ড ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্ট—এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে স্বাক্ষর করেন মিস মুনিয়া গণি, হেড অব পার্টনারশিপ এবং মহিউদ্দিন খান খোকন, ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং)। অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় এখন থেকে গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকেরা দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

ডি’মোর ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও হোটেল উদ্যোক্তা মহিউদ্দিন খান খোকন বলেন,

“দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। অতিথিদের সেবার মান, নিরাপত্তা ও খাদ্যের মান নিয়ে আমরা কখনো আপস করি না।”

বাংলাদেশের পর্যটন ও হোটেল শিল্পে পথপ্রদর্শক হিসেবে পরিচিত মহিউদ্দিন খান খোকনের নেতৃত্বে ডি’মোর ব্র্যান্ড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটাতে হোটেল ও রিসোর্ট স্থাপন করে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

কোন মন্তব্য নেই