এশিয়া কাপ ট্রফি নিতে দুবাইয়ে আসতে বললেন নাকভি, ভারতকে পাঠানো হবে না শিরোপা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এশিয়া কাপ ট্রফি নিতে দুবাইয়ে আসতে বললেন নাকভি, ভারতকে পাঠানো হবে না শিরোপা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এশিয়া কাপ ট্রফি নিতে দুবাইয়ে আসতে বললেন নাকভি, ভারতকে পাঠানো হবে না শিরোপা



স্পোর্টস ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

এশিয়া কাপ শেষ হয়েছে মাসখানেক আগে, কিন্তু চ্যাম্পিয়ন ভারতের হাতে এখনও শিরোপা ওঠেনি। এই ট্রফি ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে।

বিসিসিআই সম্প্রতি এসিসিকে ইমেইল পাঠিয়ে অনুরোধ জানায়, চ্যাম্পিয়ন ট্রফিটি ডাকযোগে ভারতে পাঠাতে। তবে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সেই প্রস্তাব স্পষ্টভাবে নাকচ করেছেন।

তিনি জানিয়েছেন, ‘এশিয়া কাপ ট্রফি ভারতে পাঠানো হবে না। ভারতীয় অধিনায়ক, খেলোয়াড় বা কর্মকর্তাদের দুবাইয়ে এসে এটি গ্রহণ করতে হবে।’

নাকভি আরও বলেন, নভেম্বর মাসে দুবাইয়ের এসিসি সদর দপ্তরে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে ভারতীয় প্রতিনিধি দল উপস্থিত থেকে ট্রফি গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে তখন দলটি ট্রফি গ্রহণ না করেই দেশে ফিরে যায়।

বর্তমানে এসিসি ও বিসিসিআই উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আসন্ন নভেম্বরের অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

কোন মন্তব্য নেই